পোস্টগুলি

বাঁদনা পরব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার যাপনের দিনলিপি- দুই।।ক্যাচলার নাম ছাগল পাঘা

ছবি
ক্যাচলার নাম ছাগল পাঘা অমিত মাহাত  কনদিগের লে ঘরকে আলি। মালুম নাই। দমতক ভোখ পাইয়েছিল। আস্যেই সিনান নাহান তোর চুলহায় পুড়ুক,আদকাবরা পা রাখে  নেগা হাতে সাবান নিয়ে যা ডাহিনা হাতটাই  জলটা নিয়েছি। পাড়ায় হুরি উঠল। দু গাবল মুখে পুরেছি। তিন গাবলকে ফুরাবেক। ফৈটকা দিল হাঁকায় - এ বঅ লেখইয়া কাকা! চাঁড়ে আসো, আয়।  আমি শুধালি - ক্যানে রে? কি হইল! -মাঝকুলহিএ বেপক সিন চৈলছে বঅ । লিখবে তো চল্যে আসঅ!  -থাম রে, আর এক গাবল!  ফৈটকা দৌড় মারল। আর আমিও রঁদ বাদাড় ডেঁইঘে মাইনকা'র বাঁশ ঝাড়ে যাঁইয়ে রোগা রুঠুইনা ভুলির সাথে যাকে বলে বজড়। সেইরকম।হামদের পাড়ার লে নামোপাড়া মাঝকুলহি কমটা লয়।  যাচ্ছি, কলমের কাজ করি তো। যা'ই ঘটুক। এক কলম লেখার মসলা হবেই হবে। তাই আর কি, সঁকড়ি হাতে ঘামাঘামি দুশো মিটার দউড়।  কি কান্ড!  ই যে হামার পুটি ঝিএর গলা। দরমুখা বাখানে মুইক্তার শাউড়ির কামান খাবেক নকি রে!  -বলি হেঁ লো, আঁটকুড়ি! আজও তোর রোগনা ছাগলটা ছাড়্যে দিয়েঁছিস? তর ভাতার এতই নিকম্মা!  একটা বরহই অ নাই আর সুতলি অ নাই। নাই তো নাই। একটা পুঁয়াল দড়িও জুটল নাই ! -আজই পুচকিছে দিদি ।বাঁধায় ত ছিল এদ্দিন।  -বাঁধা থাকলে আমার বাঁধনামোর পাকব

বাঁদনা পরবের খুঁটিনাটি কথা ঃঃ পর্ব এক

ছবি
  অমিত মাহাত  ভালা অহিরে  কতিধুরে আছে ভালা গুরু মাঁঞি বাপুরে  কতিধুরে আছে গুরু ভাই  আর কতিধুরে আছে অহিরা  বাঁদনা পরব গ  করব ত গরইআকা সেওআ।।  এই গানের মধ্য দিয়ে বাঁদনা পরবের শুরু বলা যায়। গানে প্রশ্নকর্তা জানতে চাইলেন -তাহলে বাঁদনা তো এসে গেল। তার সেবা দিতে হবে। জাগরণ পর্ব শুরু করতে হবে। কিন্তু সে পরব এখন কোথায় ?বা কতদুর এসে পৌঁছাল? আমাদের পরবের পরম পিতা ও মাতা এরাই বা কোথায় গুরু তুল্য মাতা পিতা কোথায় ?  গুরু ভাই ই বা কোথায়?  অহিরা তার উত্তরে জানান দিলেন এইভাবে  অহিরে এ এ  বড় গঙ্গায় আছে ভালা গুরু মাঁঞি বাপুরে  ছট গঙ্গায় আছে গুরু ভাই  আর, কুলহি মুড়ায় আছে অহিরা বাঁদনা পরব অ  করব ত গরইআ কা সেউআ।।  অর্থাৎ বাঁদনা পরব গ্রামের মাথা বা কুলহি মুড়া অব্দি এসে পৌঁছেছে। এখন আমাদের সকলকে কুলহি মুড়া অব্দি যেতে হবে। বাঁদনা পরবকে নিয়ে আসতে হবে। ভালা অহিরে এ  কইসে আনব ভালা গুরু মাঁঞি বাপুরে  কইসে আনব গুরু ভাই অ  আর কইসে আনব অহিরা বাঁধনা পরব অ  কইসে করব গরইআকা সেবা  এবার জবাবে গাওয়া হবে। গানের জবাব গানে।  অহিরে এ এ  দলায় চাপায় আনব গুরু মাঁঞি বাপুরে  কাঁধে চাপায় আনব গুরু ভাই  আর বাজ বাজনায় আনব বাঁদনা পরব অ