আমার যাপনের দিনলিপি- দুই।।ক্যাচলার নাম ছাগল পাঘা

ছবি
ক্যাচলার নাম ছাগল পাঘা অমিত মাহাত  কনদিগের লে ঘরকে আলি। মালুম নাই। দমতক ভোখ পাইয়েছিল। আস্যেই সিনান নাহান তোর চুলহায় পুড়ুক,আদকাবরা পা রাখে  নেগা হাতে সাবান নিয়ে যা ডাহিনা হাতটাই  জলটা নিয়েছি। পাড়ায় হুরি উঠল। দু গাবল মুখে পুরেছি। তিন গাবলকে ফুরাবেক। ফৈটকা দিল হাঁকায় - এ বঅ লেখইয়া কাকা! চাঁড়ে আসো, আয়।  আমি শুধালি - ক্যানে রে? কি হইল! -মাঝকুলহিএ বেপক সিন চৈলছে বঅ । লিখবে তো চল্যে আসঅ!  -থাম রে, আর এক গাবল!  ফৈটকা দৌড় মারল। আর আমিও রঁদ বাদাড় ডেঁইঘে মাইনকা'র বাঁশ ঝাড়ে যাঁইয়ে রোগা রুঠুইনা ভুলির সাথে যাকে বলে বজড়। সেইরকম।হামদের পাড়ার লে নামোপাড়া মাঝকুলহি কমটা লয়।  যাচ্ছি, কলমের কাজ করি তো। যা'ই ঘটুক। এক কলম লেখার মসলা হবেই হবে। তাই আর কি, সঁকড়ি হাতে ঘামাঘামি দুশো মিটার দউড়।  কি কান্ড!  ই যে হামার পুটি ঝিএর গলা। দরমুখা বাখানে মুইক্তার শাউড়ির কামান খাবেক নকি রে!  -বলি হেঁ লো, আঁটকুড়ি! আজও তোর রোগনা ছাগলটা ছাড়্যে দিয়েঁছিস? তর ভাতার এতই নিকম্মা!  একটা বরহই অ নাই আর সুতলি অ নাই। নাই তো নাই। একটা পুঁয়াল দড়িও জুটল নাই ! -আজই পুচকিছে দিদি ।বাঁধায় ত ছিল এদ্দিন।  -বাঁধা থাকলে আমার বাঁধনামোর পাকব

About Me

   বিশেষত এটাই জানানো যে, আমি অমিত মাহাত । একটু আধটু লেখালিখি করি। তা গল্প হতে পারে। গল্পহীন সাদামাটা জীবন হতে পারে। জীবনের না বলা ভাবনা হতে পারে।


এমন সব বিষয় ডায়েরিতে বাড়ছে। জমা হচ্ছে। পুরনো হয়ে ধুলো জমছে। সেসব ধুলোমাখা ধুলোঝাড়া লেখা কোথায় রাখব? 

ঠিক এইরকম ভাবনা থেকে ব্লগের ভাবনা মাথায় আসে।  


এই ব্লগ সাইটের যাবতীয়  লেখাসব  । লেখক বা ব্লগারের নিজস্ব। অন্য কেউ বা সাইট  লেখকের অনুমতি  ব্যতিরেকে  পুনঃপ্রকাশ করতে পারবে  না। 


অমিত মাহাত 
জন্মসাল - ১৯৮৯
পেশা-  সামান্য চাষবাস 
অক্সিজেন -সাইকেলে বেড়ানো
বাজে অভ্যাস -   অবেলায় গরম ভাত ফোটানো 
যেগ্রামে থাকি - আঙ্গার কুড়িয়া 
যেখানে ঠেক মারি - খাটকুরা
যেখানে রাত হলেও চাপ নেই- জামবনী 
যেখানে আমাকে  অল্পবিস্তর চেনে - ঝাড়্গ্রাম 
  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার যাপনের দিনলিপি- দুই।।ক্যাচলার নাম ছাগল পাঘা

বাঁদনা পরবের খুঁটিনাটি কথা ঃঃ পর্ব এক

চল হে দুখিয়া